দেশে পাঠানো হচ্ছে টাইগার রবিকে, নিষিদ্ধ হতে পারে ভারতে
ভারতে কানপুর টেস্ট ম্যাচ চলাকালে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি, যিনি টাইগার রবি নামেও পরিচিত, দেশে ফেরত পাঠানো হচ্ছে। রবি মূলত মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন, কিন্তু খেলাও দেখতে যান। গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলার সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হওয়ার দাবি করেছিলেন তিনি, তবে কানপুর পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানপুর টেস্টের প্রথম দিনেই টাইগার রবি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার দাবি, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়, এবং তাকে পাঁজর ও কোমরে আঘাত করা হয়। এ ঘটনায় সিটি-স্ক্যান ও এক্স-রে করা হলেও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এদিকে, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, রবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ড বলেছেন, মারামারির অভিযোগ মিথ্যা এবং রবি কোনো সমর্থকের দ্বারা আহত হননি। তাকে পুলিশ ও মেডিকেল টিম তৎক্ষণাৎ সহায়তা করে এবং হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এর আগে চেন্নাই টেস্টেও টাইগার রবি হেনস্থার অভিযোগ তুলেছিলেন, যা বাংলাদেশ ক্রিকেট দলকেও বিব্রতকর অবস্থায় ফেলে। তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভারতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। রবিকে ইতোমধ্যে দিল্লি পাঠানো হয়েছে, সেখান থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে, টাইগার রবি ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, হাতাহাতির ঘটনাটি সত্য এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সাংবাদিক ও মিডিয়ার ওপর। তার অভিযোগ, মিডিয়া তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে তাকে আর ক্রিকেট মাঠে দেখা যাবে না।
সূত্র: ইত্তেফাক