Tag Archives: ভারতে

দেশে পাঠানো হচ্ছে টাইগার রবিকে

দেশে পাঠানো হচ্ছে টাইগার রবিকে, নিষিদ্ধ হতে পারে ভারতে

দেশে পাঠানো হচ্ছে টাইগার রবিকে, নিষিদ্ধ হতে পারে ভারতে

ডেস্ক রিপোর্ট:

ভারতে কানপুর টেস্ট ম্যাচ চলাকালে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি, যিনি টাইগার রবি নামেও পরিচিত, দেশে ফেরত পাঠানো হচ্ছে। রবি মূলত মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন, কিন্তু খেলাও দেখতে যান। গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলার সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হওয়ার দাবি করেছিলেন তিনি, তবে কানপুর পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানপুর টেস্টের প্রথম দিনেই টাইগার রবি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার দাবি, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়, এবং তাকে পাঁজর ও কোমরে আঘাত করা হয়। এ ঘটনায় সিটি-স্ক্যান ও এক্স-রে করা হলেও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এদিকে, স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, রবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ড বলেছেন, মারামারির অভিযোগ মিথ্যা এবং রবি কোনো সমর্থকের দ্বারা আহত হননি। তাকে পুলিশ ও মেডিকেল টিম তৎক্ষণাৎ সহায়তা করে এবং হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এর আগে চেন্নাই টেস্টেও টাইগার রবি হেনস্থার অভিযোগ তুলেছিলেন, যা বাংলাদেশ ক্রিকেট দলকেও বিব্রতকর অবস্থায় ফেলে। তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভারতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। রবিকে ইতোমধ্যে দিল্লি পাঠানো হয়েছে, সেখান থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে, টাইগার রবি ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, হাতাহাতির ঘটনাটি সত্য এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সাংবাদিক ও মিডিয়ার ওপর। তার অভিযোগ, মিডিয়া তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে তাকে আর ক্রিকেট মাঠে দেখা যাবে না।

সূত্র: ইত্তেফাক

প্রতি কেজি ১২শ টাকাদরে

প্রতি কেজি ১২শ টাকাদরে ভারতে গেল ৬১ টন ইলিশ

প্রতি কেজি ১২শ টাকাদরে ভারতে গেল ৬১ টন ইলিশ

ডেস্ক রিপোর্ট:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৩টি ট্রাকে ৬১ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটিই ভারতে ইলিশের প্রথম চালান।

বৃহস্পতিবার বেনাপোল (যশোর) স্থলবন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৪ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়। বাংলাদেশের ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করে। সব আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরে রপ্তানি করা মাছের চালান ভারতে প্রবেশ করে।

এছাড়া সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩টি ট্রাকে করে ৭ টন বা ৭ হাজার ৩০০ কেজি ইলিশ ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়েছে।

প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০০ টাকা। ভারতে রপ্তানি করা এই চালানের অধিকাংশ ইলিশের ওজন এক কেজি বা তার বেশি। খুচরা পর্যায়ে এগুলোর দাম হতে পারে দুই হাজার রুপি।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে এই মাছ রপ্তানি করতে হবে।

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করে। তবে গত পাঁচ বছর ধরে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। যদিও গত বছর ৩ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও, রপ্তানি হয় মাত্র ৬৬৩ টন।

ভারতে পালানোর সময়

ভারতে পালানোর সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই আটক

ভারতে পালানোর সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই আটক

স্টাফ রিপোর্টার:

ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত থেকে কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের ভাই জহিরুল ইসলামকে আটক করেছে বিজিবি।

আটক হওয়া জহিরুল ইসলাম কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে। উপজেলা চেয়ারম্যান ভাইয়ের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল এ জহিরুল ইসলাম।

আজ সোমবার বাংলাদেশের অভ্যন্তরে সুতারমরা নামক স্থান হতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় কাজিয়াতলী বিওপির টহলদল তাকে আটক করে।

সেমির আগে ভারতের ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

ডেস্ক রিপোর্ট:

যে ভয়টা ছিল, ঠিক সেটাই হলো। চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, যা বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল। হার্দিককে ছাড়া গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচে ভারত জিতলেও দলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। আর সেভাবেই ভারতকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে হবে।

কারণ হার্দিকের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক প্রসিধ কৃষ্ণকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হলেও তিনি পুরোপুরি পেসার। তার ব্যাট একেবারেই ভালো নয়। ফলে অভাবনীয় কিছু না ঘটলে তাকে খেলানোর কোনো সম্ভাবনা নেই। খাতা-কলমে ছিটকে যাওয়া খেলোয়াড়ের পরিবর্তন ঘোষণা করতে হয় বলে স্রেফ তাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অনেকের ধারণা।

শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনো সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তার পরিবর্তে প্রসিধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। যে প্রসিধ মাত্র ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন।

অথচ প্রাথমিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে যখন চোট পান হার্দিক, তখন মনে হয়েছিল যে মেরেকেটে একটি বা দুটি ম্যাচে (নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে পারবেন না ভারতের সহ-অধিনায়ক। সেই ম্যাচে নিজের প্রথম ওভারে বোলিং করার সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট লেগে যায় হার্দিকের। তার পর আর বল করতে পারেননি। ব্যাটিংয়েও নামেননি। মাঠ থেকে নিয়ে গিয়ে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানের রিপোর্টে তেমন উদ্বেগের কিছু মেলেনি।

সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নিউজিল্যান্ড ম্যাচে (২২ অক্টোবর) খেলতে পারবেন না হার্দিক। পরে ইংল্যান্ড ম্যাচের (২৯ অক্টোবর) জন্য দলের সঙ্গে সরাসরি লখনৌতে যোগ দেবেন। তবে সেটা হয়নি। বরং গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে যখন ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামে, তখনো দলে যোগ দেননি হার্দিক।

আগামীকাল রোববার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্যও শুক্রবার ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি হার্দিক। ফলে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। আর শনিবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল।

খুনি ভাড়া করে পাথর দিয়ে মাথা থেঁতলে মেয়েকে খুন!

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের উড়িষ্যায় ভাড়াটে খুনি দিয়ে মেয়েকে খুন করানোর অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। সম্প্রতি রাজ্যের বালাসোর জেলায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় পুলিশ রোববার (১৭ জানুয়ারি) অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুকুরি গিরির মেয়ে শিবানী অবৈধ মদ ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে মা-মেয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়। মেয়েকে ওই ব্যবসা থেকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সুকুরি।

একপর্যায়ে মেয়েকে খুন করার জন্য ৫০ হাজার টাকা দিয়ে প্রমোদ জেনা এবং আরও দুজনকে ভাড়া করেন। এদের মধ্যে প্রমোদকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রমোদকে অগ্রিম হিসেবে ৮ হাজার টাকা দিয়েছিলেন সুকুরি। কাজ শেষের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল বলেও পুলিশ জানিয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি শিবানীকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। পরে নাগ্রাম গ্রামে একটি সেতুর নিচ থেকে পরদিন তার লাশ উদ্ধার হয়। এরপর পুলিশ তদন্তে নেমে ভাড়াটে খুনির বিষয়টি জানতে পারে। পরে প্রমোদকে জেরা করে সুকুরির বিষয়টি সামনে আসে। এরপরই অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করা হয়।