Tag Archives: ভাষার মাস

কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপি বই মেলা শুরু

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার (১৯ফেব্রুয়ারি) সকাল থেকে তিন দিনব্যাপি বই মেলা শুরু হয়েছে। ভাষার মাস উপলক্ষে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপজেলার গৌরীপুর পুলিশ ফাড়ির সামনে এ মেলার আয়োজন করেছেন শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগার ও ভাষা মতিন রক্তজবা সংগঠন।

গৌরীপুর আলোকিত সমাজ সংস্থা নামে সংগঠনের পরিচালনায় মেলার উদ্বোধন করেন দাউদকান্দি রোটারী ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাহিত্য সাংস্কৃতিক ও সমাজ কল্যান সংগঠন সৃষ্টির সাধারণ সম্পাদক মোঃ এখলাস মুন্সি প্রমূখ।

আলোকিত সমাজ সংস্থা সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই বই মেলার আয়োজন। ২০১১ সাল থেকে প্রতি বছর ভাষার মাসে এ মেলার আয়োজন করে আসছি।