Tag Archives: মহাসড়ক অবরোধ

কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয়বারের মত কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

 

কুবি প্রতিনিধি:

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

আজ রবিবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘কোটা বৈষম্যর প্রতিবাদে বাংলা ব্লকড’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ শিরোনামের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এসময় মহসড়কে প্রায় ২০ কিলোমিটারের মত তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। তাঁরা বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘মেধা যার, মেধা যার; চাকরি তার চাকরি তার’, ‘মুক্তি যুদ্ধের মূল কথা সুযোগে সমতা’, ‘স্বাধীনতার মূল কথা সুযোগে সমতা’, ‘রেলের ৪০% কোটা মুক্ত করে রেল সম্পদ রক্ষা করো’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি।

বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধের বিষয়ে, আইসিটি বিভাগের শিক্ষার্থী মহি উদ্দিন বলেন, বাংলার চাকরির বাজার এমনিতেই খুবই প্রতিযোগিতা মুলক। তার উপর আবার সরকারি চাকরিতো সোনার হরিণ, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের সরকারের একটি পরিপত্রে ১ম ও ২য় শ্রেনীর চাকরীতে সকল প্রকার কোটা বাতিল, ঘোষনা করে, কিন্তু সাম্প্রতিক হাইকোর্টের একটি রায়ে ওই পরিপত্রটি অবৈধ ঘোষনার পরপরই কোটা আন্দোলন আবার প্রবল ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। জনপ্রশাসনে বর্তমানে মেধাবিদের খুবই অভাব, এসব কোটাধারি নিয়োগ প্রাপ্ত হয়ে বর্তমানে এই খাতটাকে দুর্নীতির চরম লেভেলে নিয়ে গেছে, যা সাম্প্রতিক কয়েকটা ঘটনা পরিলক্ষন করে বুঝা যায়। তাই বাংলার অপামর ছাত্রসমাজ মেধার ভিত্তিতে নিয়োগ চায়, এবং সরকারের স্বপ্নের সোনার বাংলা তৈরিতে সহয়তা করতে চায়।

সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এমরানুল হক মারুফ বলেন, আমরা সকল ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যাতে কোন ধরনের সমস্যা না হয়। আমরা উপরের মহলের সাথে কথা বলতেছি সেখান থেকে যে ধরনের নির্দেশ আসবে আমরা সেভাবে কাজ করবো।

সদর দক্ষিণের ইউএনও রুবাইয়া খানম বলেন, আমরা কিছুক্ষণ পর তাদের শান্ত করার চেষ্টা করবো। অন্তত রাস্তার একসাইড যেন ছেড়ে দেয়। তারপর তারা না মানলে এজিএম স্যার আসবেন৷ তারপরও না মানলে ডিসি স্যার আসবেন।

এছাড়াও, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কোটা পুনর্বহালের প্রতিবাদে মশাল মিছিল করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চার দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন।

চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চান্দিনার বেলা শহর এলাকায় ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা অবরোধ করেন।

শ্রমিকরা জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

নিলুফা আক্তার নামে এক শ্রমিক জানান, আমরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাস শেষে যদি বেতন না পাই সংসার চালাব কী দিয়ে, খাব কী? আজ আমাদের বেতন না দিলে আমরা মহাসড়ক থেকে যাব না। যতবার আমাদের বেতন বকেয়া পড়েছিল, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।

এদিকে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকদের।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, জেলা প্রশাসনসহ আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শিগগিরই এ বিষয়ে সমাধান হবে।

দাউদকান্দিতে শিশুর লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে হত্যাকারীদের বিচারের দাবিতে ছয় বছরের শিশু তানিশার লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা।

শনিবার রাতে ভুট্টা খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হলে ময়না তদন্ত শেষো রবিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে চারটায় থানার সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা লাশ নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় আধা ঘন্টা অবস্থান নেন । এসময় মহাসড়করর উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, মেয়র নাইম ইউসুফ সেইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান।

খুন হওয়া ওই শিশু তানিশা (৬) উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে এবং স্থানীয় জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ।

নিহতের স্বজনরা জানান, শনিবার(১৮ মার্চ) বিকাল ৩টার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না তানিশাকে । পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চাচা ফয়সাল জানান, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে ভাতিজি তানিশা কোথায় জানতে চায়। বাড়ীতে আছে বললে, তারা বলে বাড়ীতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি আমাদের মেম্বারকে জানাই এবং বিকাশে তাদের মোবাইলে পচিঁশ হাজার টাকা পাঠাই । মেম্বার পুলিশকে জানায়। পুলিশ তাদের মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজ (২৫) কে রাতে আটক করে তার দেয়া তথ্য মতে শনিবার দিবাগত রাত ৩টায় বাড়ীর পাশের ভুট্টার জমি থেকে তানিশার মরদেহ উদ্ধার করা হয় এবং রতন, লিটন ও আশিককে আটক করে পুলিশ।

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার দিনের ৩টায় প্রাইভেট পড়তে গিয়ে তানিশা নিখোঁজ হয়। পরে জানতে পারি যে তাকে অপহরন করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় শনিবার রাত ৩টায় ভূট্টা খেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকারী মাহফুজ, আশিক, লিটন ও রতনকে পুলিশ আটক করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাচ্ছি।

নিহত শিশুটির মা শারমিন আক্তার, প্রতিদিন মেয়েটি পাশের বাড়ীর মোর্শেদা মেডামের কাছে প্রাইভেট পড়তো। কাল(শনিবার) প্রাইভেট পড়তে বের হয়ে গেলেও মেডামের কাছে যায়নি। পরে খবর পাই যে, মেয়েকে অপহরন করেছে, তারা দুই লাখ টাকা চায়। পচিশ হাজার টাকাও দেয়া হয়েছে। তারপরও তারা আমার মেয়েকে মেরে ফেলেছে বলে বার বার মূর্ছা যান। আমার মেয়ের হত্যাকারীদের ফাসি চাই, ফাসি চাই বলে মূর্ছা যান।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, আটক চারজনের নামসহ অজ্ঞাত কয়েকজনের নামে শিশুটির মা শারমিন আক্তার অভিযোগ দিয়েছে। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।