Tag Archives: মাদক ব্যবসায়ি

নগরীর চকবাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আপন ২ ভাই আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার আমড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতমাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার কোর্টের শহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) ও মোঃ স্বপন মিয়া (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুমিল্লার চাঁনপুর ব্রিজ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রাইভেটকারে করে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ মো: আরমান (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ি মো: আরমান কুমিল্লার কালিকাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।