যুক্তরাজ্যে যেতে খালেদা জিয়াকে ভিসা সহায়তা দেবে সরকার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এ বিষয়ে যা যা করা প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে পৌঁছানোর পর তার কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। সেখানে তার নিজস্ব সংগঠন রয়েছে এবং আমাদেরও মিশন আছে। নিয়ম অনুযায়ী যা যা করণীয়, তা সরকার করবে।
এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে হতাহতের বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ জানিয়েছে, প্রতিবেদনটি প্রস্তুত হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।