Tag Archives: রাজামেহার সুলতান আহমেদ মোটরসাইকেল- ফ্রিজ টুর্নামেন্টে মধুমুড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

রাজামেহার সুলতান আহমেদ মোটরসাইকেল- ফ্রিজ টুর্নামেন্টে মধুমুড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সুলতান আহমেদ মোটরসাইকেল- ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (২৭ শে সেপ্টেম্বর)  রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত হয় সুলতান আহমেদ মোটরসাইকেল -ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দুই শক্তিশালী ফুটবল একাদশ মধুমুড়া ফুটবল একাদশ বনাম গাংটিয়ারা ফুটবল একাদশ। খেলা শুরুর আগে জাতীয় সংগীত গেয়ে ও পায়রা ছেড়ে শুরু হয় খেলা।

রাজামেহার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণরা এ খেলা দেখতে উপস্থিত হন। ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জয়লাভ করে মধুমুড়া ফুটবল একাদশ।  খেলার শুরুতে রক্ষণাবেক্ষণ ও প্রতিযোগিতামূলক হলেও প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় মধুমড়া দলের হয়ে ফয়সালের জোড়ালো কিকে ১-০ গোলে এগিয়ে যায় মধুমুড়া ফুটবল একাদশ। খেলা হাফটাইমে গড়ালে প্রতিযোগিতামূলক খেলার দ্বিতীয় অর্ধে ৬৫ মিনিটের মাথায় মধুমরা একাদশের খেলোয়াড় রবিউলের আক্রমনাত্বক কিকে ২-০ তে এগিয়ে যায় মধুমুড়া ফুটবল একাদশ।  পরে গাংটিয়ারা একাদশের খেলোয়াড়েরা আক্রমণ মনোভাবে খেলতে থাকে । পরে একটি পেনাল্টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গাংটিয়ারা ফুটবল একাদশ।  অতএব ম্যাচটি ২-০ তে জয়লাভ করে চ্যাম্পিয়ন হন মধুমুড়া ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচে ১০ থেকে ১৫ হাজার দর্শকের উপস্থিতি দেখা  যায়।

টুর্নামেন্টের মূল কর্ণধার সুলতান আহমেদ বলেন, বর্তমান সময়ে তরুণদের ভূমিকা অনেক বেশি।  তাই তরুণদেরকে মাদকাসক্ত, ইভটিজিং, মোবাইল আসক্তি থেকে দূরে থাকার জন্য এ ধরনের খেলা অনেক ভূমিকা রাখে । তাই আমি চেষ্টা করেছি এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে, পুরো টুর্নামেন্টের সকল স্বেচ্ছাসেবীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার আশা রাখছি।

পুরো টুর্নামেন্টের স্পনসর হিসেবে ছিল  জেএসএফ ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটার স্বত্বাধিকারী সুলতান আহমেদ।