Tag Archives: লাকসামে ডেঙ্গু প্রতিরোধে জনচেতনতায় পুলিশের র‌্যালি

লাকসামে ডেঙ্গু প্রতিরোধে জনচেতনতায় পুলিশের র‌্যালি

সেলিম চৌধুরী হীরাঃ
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাকসাম থানা পুলিশের র‌্যালি ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার থানার ওসি মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে র‌্যালিটি লাকসাম থানা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাইকে নিজ আঙ্গিনা ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু থেকে রক্ষায় বিশেষ প্রচারণা চালানো হয়। র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, এসআই জাহাঙ্গীর আলম, এসআই বেলাল হোসেন, এসআই কামাল হোসেন, এসআই জিয়াউদ্দিন প্রমুখ।