Tag Archives: লাখের ঘরে পৌঁছালো সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

লাখের ঘরে পৌঁছালো সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, মৃত্যু আরও ৩৬ জনের

 

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ রবিবার (৭ জুন) করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫ জন। দেশটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১ লাখ ১৯ হাজার ১৪ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৬ জন করোনা রোগী। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭১২ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৮০০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন মোট ২২৯ জন বাংলাদেশি করোনা রোগী।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২৬ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭২ হাজার ৮১৭ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।