Tag Archives: লালমাইতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালমাইতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লালমাই উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লালমাই পূর্ব চলুন্ডা নামক স্থানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটালের সহকারী অধ্যাপক ডা. মোঃ আবদুল মমিন, চাটখিল অন্ধ কল্যাণ চক্ষু হসপিটালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মনির হোসেন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, ভারটেক্স এমটিভিডির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল, ভূলইন (উঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি লালমাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও পূর্ব চলুন্ডা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির ব্যাবস্থপনায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ হতে ডা. ইকবাল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মেডিকেল ক্যাম্পে প্রায় ২৭০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।