শান্তর ট্রফি নিয়ে ঘুম: মেসির বিশ্বকাপ মুহূর্তের অনুকরণ
২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন আর্জেন্টাইন এই মহাতারকা। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই স্মরণীয় রাতে বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমানোর ছবিটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। সেই মুহূর্তে মেসির ট্রফির প্রতি ভালোবাসা ও আবেগ ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল।
এবার মেসির মতোই কিছুটা আবেগঘন মুহূর্ত তৈরি করলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো জয় পেয়ে ট্রফি নিয়ে ঘুমালেন বাংলাদেশের এই অধিনায়ক। আজ সকালে সেই মুহূর্তটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন শান্ত, যেখানে দেখা যায় ট্রফির পাশে ঘুমিয়ে আছেন তিনি।
ছবিটির ক্যাপশনে শান্ত সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ সকাল।’
এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে শান্ত এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করেছেন, শান্তকে মেসির অনুকরণ না করে নিজের সৃজনশীলতার পরিচয় দেয়া উচিত।