Tag Archives: শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  পরে আর্দশ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে নগরীর ধর্মসাগরপারস্থ বিএনপির কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি চৌধূরী ওয়াহিদুর রহমান চয়ন। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সভাপতি শাহবুদ্দীর আহমদ ফারুক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক তকদির হোসেন স্বপন, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দীন শাহীন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার আলম ভূইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম (ভি.পি)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন (ভিপি)।

কুমিল্লায় শীতার্ত এতিম শিশুদেরকে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় শীতার্থ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের আয়োজনে পদুয়ার বাজার জামিয়াতুস সুন্নাহ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পেশাগত দায়িত্বের অন্তর্ভুক্ত না হলেও এটি একটি মানবিক কাজ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পুলিশের সদস্যরা। কুমিল্লা জেলা পুলিশকে জনগণের আশ্রয়স্থলে পরিণত করা হবে। তিনি পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার পরদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, সেকেন্ড অফিসার এস আই খাদেমুল বাহার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রোটাঃ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, রোটাঃ গাজী ছাদেকুর রহমান, শফিকুল আলম, তিশা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, সমাজ সেবক সাইফুল ইসলাম বাবুল, আব্দুর রব, জাহিদ আলমসহ বিভিন্ন প্রিন্ট ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মুরাদনগরে ১৬’শ অসহায় মানুষ পেল শীতবস্ত্র

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে স্যাক ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিসার আহমেদের উদ্যোগে অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামে স্যাক ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার ফয়সাল খান রিমনের নিজস্ব অর্থায়নে প্রায় ১৬’শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবেক ইউ’পি সদস্য হাজী আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে ফয়সাল খান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন।

শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম, মীর শামসুল হক, কমিনিউটিং পুলিশিং সদস্য আবুল কাশেম খান, হানিফ মিয়া বিজু, জামান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই ব্যাপারে ফয়সাল খান রিমন বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের এই শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখছি। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের কাজ করা উচিত।