শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কোরবানির পশু জবাইয়ের জন্য সাড়ে ১২ হাজার স্থান নির্ধারণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৭
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে কুমিল্লা জেলায় কোরবানীর পশু জবাইকরণের
জন্য সাড়ে ১২ হাজার সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা তথ্য অফিস সূত্রমতে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৯০টি, হোমনা
পৌর এলাকায় ৪৩টি, বরুড়া পৌর এলাকায় ১২৮টি, দেবিদ্বার পৌর এলাকায় ১৮০টি,
দাউদকান্দি পৌর এলাকায় ৮৩টি, নাঙ্গলকোট পৌর এলাকায় ৬০টি, লাকসাম পৌর
এলাকায় ৬০টি, চৌদ্দগ্রাম পৌর এলাকায় ৮১টি, চান্দিনা পৌর এলাকায় ৫০টি
স্থানে কোরবানি পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আদর্শ সদর উপজেলায় ৬০৫টি, বুড়িচং উপজেলায় ৮৫টি, ব্রাহ্মণপাড়া
উপজেলায় ৮০টি, দেবিদ্বার উপজেলায় ১৭২৩টি, হোমনা উপজেলায় ৩৬৭টি, মেঘনা
উপজেলায় ৩০৬টি, চান্দিনা উপজেলায় ৫০৫টি, লাকসাম উপজেলায় ১৭৮৩টি,
নাঙ্গলকোট উপজেলায় ৪১৯টি, চৌদ্দগ্রাম উপজেলায় ৯১৫টি, সদরদক্ষিণ উপজেলায়
৮০০টি, মুরাদনগর উপজেলায় ১১৫১টি, মনোহরগঞ্জ উপজেলায় ২৯৭টি, তিতাস উপজেলায়
৩৫১টি, বরুড়া উপজেলায় ২২৭টি এবং দাউদকান্দি উপজেলায় ৩০১টিসহ পুরো জেলায়
মোট ১২ হাজার ৫ শত কোরবানি পশু জবাইকরণের স্থান নির্ধারন করা হয়েছে।

কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর জানান, এসব স্থানে
পশু কোরবানির জন্য প্রয়োজনীয় সংখ্যক ইমাম/মাওলানা এবং কসাই নিয়োজিত
থাকবে। এই সকল নির্দিষ্ট স্থান ব্যতিত অন্য কোন স্থানে পশু জবাই না করার
জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কারণ রাস্তা বা যত্রতত্র কোরবানির পশু জবাই
করলে দুর্গন্ধ ছড়ায় , পরিবেশের মারাতœক ক্ষতি হয় এবং রোগ জীবাণু ছড়ায়।
তাই সর্ব সাধারণকে নিদিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করার জন্য অনুরোধ
জানানো যাচ্ছে। নিদিষ্ট স্থানের নাম সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান
প্রচারণার মাধ্যমে জানিয়ে দেবে।

আর পড়তে পারেন