শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই মঙ্গলবার কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছে মৎস্য অধিদপ্তর। ২০১৭/১৮ অর্থ বছরের চিত্র তুলে ধরেন বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নীলিমা আক্তার । বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক বিএম মহসিন, সদস্য এমডি আজিজুর রহমান, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস,এইচ এম সেলিম, বিল্লাল হোসেন প্রমূখ।
এ সময় মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বছরে বরুড়া উপজেলায় ১১ হাজার মেট্রিটন মাছ চাষ হয়। বরুড়া উপজেলার চাহিদা ৮ হাজার। এবছর হোসেনপুর ও ধনিশ্বর গ্রামে ২টি বিল নার্সারী স্থাপন, ২টি পুকুর খনন করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে ২৬টি প্রতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৩৬০ কেজি এবং কার্জন খাল উন্মুক্ত জলাশয়ে প্রায় ৩৩৪ কেজি পোনা অবমুক্ত করা হয়। বরুড়া উপজেলার মৎস্য উৎপাদনে বরুড়ার চাহিদা মিটিয়ে ৩ হাজার মেট্রিটন উদবৃত্ত মাছ দেশের অন্যত্র জেলা বিক্রি হয়। এখানে ছোট চাষিদেরকে ঋনের মাধ্যমে উদ্বোধ্য করলে চাষ ব্যপক হারে বৃদ্ধি পাবে।

আর পড়তে পারেন