Tag Archives: হামলা-ভাংচুর

কুসিকের মেয়র প্রার্থী সাক্কুর উঠান বৈঠকে কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে হামলা-ভাংচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা-ভাংচুর করেন কুসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল ও ওয়ার্ড আ:লীগের সভাপতি আজমির হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের।

শহ‌রের কাটাবিল প্রাইমারি স্কুলের সাম‌নে গদারমার কলোনিতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের চতুর্থ ধাপে এই নির্বাচনে মেয়র প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান ৬টায় কাটাবিল স্কুলের সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এর মধ্যেই ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে মহিলা নেত্রী পারভীন আক্তার হামলা চালায় এরপরপর ওয়ার্ড আ:লীগের বিভিন্ন নেতাকর্মীরা হামলা চালায়।

সাবেক মেয়র সাক্কুর দাবি, ওয়ার্ড আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উঠান বৈঠক শুরুর আগেই আমার স্টেজ, চেয়ার-টেবিল ভাঙচুর করে।যাতে করে এখানে আমি উঠান বৈঠক প্রোগ্রাম করতে না পারি।তারা টেবিল ঘড়ি প্রতিকের প্রচার না চালাতেও হুমকি দিয়ে যায়।

মেয়র প্রার্থী সাক্কু আরো বলেন, ‘মেয়র হিসেবে আমার বিজয় সু‌নি‌শ্চিত জে‌নেই বাস প্রতিকের প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনার কর্মীরা বেসামাল হ‌য়ে আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগ লে‌লি‌য়ে দি‌য়ে‌ আমার উঠান বৈঠ‌ক পণ্ড ক‌রি‌য়ে‌ছে। আগামী ৯ মার্চ তারিখের ভোটের মাধ্যমে এর জবাব দেবে কুমিল্লাবাসী।’

বি-পাড়ার মালাপাড়া ইউনিয়নে ৪৪ জন বহিরাগত আটক, হামলা-ভাংচুর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বি-পাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে ভোটের আগের রাতে বহিরাগতদের আনাগোনা ছিল লক্ষ্যণীয়। এছাড়া এ ইউনিয়নে বেশ কয়েক দফা হামলা, সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে বহিরাগত ৪৪ জনকে আট করেছে প্রশাসন। বি পাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেসবুকে ৪৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, বহিরাগতদের বেশিরভাগই দেবিদ্বার ও সদর উপজেলার। দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মামা এড. জাহাঙ্গীর আলম ভূইয়া মালাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। গত দুয়েকদিন ধরেই এখানে বহিরাগতদের আনাগোনা চলছে। রাতে মাসুদ নামের একজনকে গণধোলাইও দেয়া হয়। আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন এড. জাহাঙ্গীর আলম ভূইয়ার সমর্থক।

রাতে আরেক স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ভূইয়ার বাড়িতে হামলা করে স্বতন্ত্র প্রার্থী এড. জাহাঙ্গীর আলম ভূইয়ার আত্মীয় সোহানের লোকজন। এছাড়া নৌকার সমর্থক শাহাদাতকে ফোনে হত্যার হুমকি প্রদান করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় উপজেলা চেয়ারম্যান জাহেরের। যেখানে তিনি মালাপাড়া ইউনিয়নে একজনকে ১০ টা করে ভোট দেয়ার কথা বলেন। এড. জাহাঙ্গীর আলম ভূইয়ার পক্ষে ওই ভোট চাওয়ার পর থেকেই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। একদিকে বি পাড়া উপজেলা চেয়ারম্যানের প্রভাব , অপরদিকে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের আত্মীয় হওয়ার সুবাধে এড. জাহাঙ্গীর আলম ভূইয়ার জন্য  বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।