বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির ক্যারিয়ারে ৬৪১ গোল, আরও গোল করতে চান মেসি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০১৯
news-image

স্পোটর্স ডেক্সঃ

গোল তো আর কম হলো না তাঁর ক্যারিয়ারে। এই তো সেদিন লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলকও ছুঁলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে প্রায় ১৫ বছরের এই ক্যারিয়ারে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫৭৬ গোল হয়ে গেছে। সঙ্গে যদি আর্জেন্টিনার জার্সিতে করা আরও ৬৫টি গোল যোগ করেন, তাহলে মেসির ক্যারিয়ারে গোল হয় ৬৪১টি। কিন্তু এত গোল করেও যে গোলের খিদে মিটছে না আর্জেন্টাইন জাদুকরের। লা লিগায় ৪০০তম গোলের মাইলফলক ছোঁয়ার প্রতিক্রিয়ায় মেসির গোলক্ষুধাটা বোঝা গেছে, ‘খুবই গর্বিত বোধ করছি লিগে ৪০০ গোল করতে পেরে। আশা করছি আরও কিছু গোল করতে পারব।’

সেটা না পারার কোনো কারণ নেই। আগামী জুনে ৩২-এ পড়বেন মেসি। এই বয়সেও লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে তিনিই এগিয়ে। এই মৌসুমে ইতিমধ্যে ১৭ গোল হয়ে গেছে লিগে, সব টুর্নামেন্ট মিলিয়ে ২২ ম্যাচে ২৩ গোল। এমন ফর্মে থাকলে আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারবেন চোখ বুজে। আর খেললে তো গোলসংখ্যা হু হু করেই বাড়বে। তাতে নতুন নতুন মাইলফলক ছোঁবেন, নতুন নতুন রেকর্ডও হবে। তবে ক্যারিয়ারে এত কীর্তি আর এত রেকর্ড গড়েছেন যে এগুলো নিয়ে এখন আর খুব বেশি ভাবেন না আর্জেন্টাইন তারকা। তাঁর ভাষায়, ‘আমি এখন আর রেকর্ড, পরিসংখ্যানের দিকে খুব একটা মনোযোগী নই। আমি প্রতিদিনের খেলাটার কথাই বেশি ভাবি। গোল করার চেয়েও বড় চ্যালেঞ্জ আমার কাছে দলকে জিততে সাহায্য করা। দলের জয়ই আমার সবচেয়ে বড় পুরস্কার।’

এই যে চার শ গোল করেছেন লিগে, সেটার জন্যও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি, ‘আমার সতীর্থদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।’ তো এই চার শ গোলের মধ্যে কোনটা তাঁর কাছে বিশেষ? নিজের গোলের মধ্যে থেকে নির্দিষ্ট করে কোনো একটা বা দুটিকে বেছে নিতে মেসি আগে কখনো রাজি হননি। তবে এবার একটা বিশেষ গোলের কথা ঠিকই বললেন। সেটা ২০০৫ সালে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার হয়ে লিগের তাঁর প্রথম গোলটা। প্রথম বলেই এর সঙ্গে অনেক আবেগ জড়িত মেসির, ‘রোনির (রোনালদিনহো) পাস থেকে ওই গোলটা করেছিলাম। ওটা আমি কখনো ভুলব না।’ সত্যিই তো, প্রথম সবকিছুই তো মানুষের হৃদয়ে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে।

আর পড়তে পারেন