শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত ১২ টার মধ্যে কুমিল্লা নগরীর কোরবানির বর্জ্য অপসারণ হবে : কুসিক মেয়র

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

ঈদের দিন বিকাল থেকে রাত ১২ টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

বুধবার (২১ জুলাই) বিকেলে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত বছর আমরা ১২ ঘণ্টার মধ্যে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি। সে হিসাবে এবার ২৭ ওয়ার্ডের জন্য ১০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।’

মেয়র আরও বলেন, ‘বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য ২৫০ জন শ্রমিক কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য আনা-নেয়ার জন্য রয়েছে ৩২টি গাড়ি।’

আর পড়তে পারেন