আবার দর্শক মাতাতে আসছেন কুমিল্লার শিল্পী মুগ্ধ তালুকদার

স্টাফ রিপোর্টার:
চতুর্থ বারের মতো দর্শক মাতাতে আসছেন কুমিল্লার শিল্পী মুগ্ধ তালুকদার।গানের নাম এবং রিলিজের তারিখ এখনো নির্দিষ্ট হয় নি। কুমিল্লায় ব্যান্ড মিউজিসিয়ানদের মধ্যে তালিকার শীর্ষে আছেন “মুগ্ধ তালুকদার” তবে কিছু কাল ধরে ব্যান্ড এর সেটাপ ঠিক না থাকায় একাই এগিয়ে যেতে হচ্ছে তাকে।এই নিয়ে ৩টি গান যুক্ত হয়েছে সংগীত জগতে। তবে আরো অনেক গান উপহার দিবেন এই আশ্বাস দিয়েছেন।
এই গানের নাম কী হবে?এটা এখনো জানান নি তিনি।তবে নাম দেওয়া ঠিক হলেই জানাবেন।এবারও গানের কথা লিখেছেন ডা.হাবিবুর রহমান।
গায়ক মুগ্ধ তালুকদার জানান, হাবিব ভাইয়ের লেখনিতে একটা ব্যাপার আছে যা সহজেই ভক্ত হৃদয়ে জায়গা করে নিতে পারবে বলে বিশ্বাস আমার।বড় ভাই হিসেবেও তিনি খুব ভালোভাবেই সাপোর্ট করে যাচ্ছেন। আমার পরিবার ও আমাকে অনেক বেশী সাপোর্ট করছে।আমার বাবা প্রতি বার গান রিলিজ হওয়ার পর পরই সারাদিন মোবাইল নিয়ে ইউটিউবে আমার গানে পরে থাকে নতুন কয়জন দেখেছে,কয়জন,কী কমেন্ট করেছে সব আপডেট জানায় আমাকে।
এবার ও আমার গানের কম্পজিশনে ছিলেন সানাউল ফাহাদ ভাই।আমার যত গান সব উনারই করা।সুরের ভান্ডার বলা চলে।ফাহাদ ভাই আমাকে অনেক সাহায্য করছে।আশা করছি হাবিব ভাই এবং ফাহাদ ভাইয়ের সাহায্য পেয়ে একদিন ভালো জায়গা করে নিবো সংগীত জগতে।
আমি আশাবাদী আসছে গান ভক্ত হৃদয়ে জায়গা করে নিবে।যারা এই গানের পিছনে কাজ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।