আবু হানিফ জাকারিয়া’র দু’টি লিমেরিক
আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৮

১.
স্বরবর্ণীয় লিমেরিক
একাকী আপন আলয়ে আছি অপেক্ষায়,
অখণ্ড অবসরে আবার উড়বো অজানায়।
আবেগী আমি আস্থাহীন
আলস্য আমাতে আসীন।
আবার আমি আশাহীন আছি আশংকায়।
২
জীবন টিকিয়ে রাখা
একবুক আশা নিয়ে আগমন এ নগর ঢাকায়,
কতো যে কষ্ট পাই এখানে খাওয়া ও থাকায়।
আশা শুধু উচ্চতর ডিগ্রি নেয়া,
মৃত্যুশয্যায় বাবাকে কথা দেয়া।
কোটা আন্দোলনে ব্যস্ত জীবন টিকিয়ে রাখায়।