শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতার বাঁশিওয়ালা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২০
news-image

মুহম্মদ জাইদুল ইসলামঃ

দু’শ বছরের শৃঙ্খল ভেঙে এনেছি যে স্বাধীনতা
ভোর না হতে বিস্ময়ে দেখি কাটেনি পরাধীনতা!
এত সাধের স্বাধীনতা আহা পশ্চিমা শাসক লুটে
পশ্চিমাকাশ আলো ঝলমলে পূবাকাশ বিদঘুটে!
বাংলা জুড়ে চেপে বসে হায় প্রগাঢ় ভুতুড়ে রাত
বাংলার আয়ে পশ্চিমে হাসে সুখ রাঙা প্রভাত!

পাক শাসনের পলে পলে চলে শোষণ- যন্ত্রণা
বাঙালি জাতিকে দাবায়ে রাখতে আঁটে কুমন্ত্রণা।
পশ্চিমাংশ দিনে দিনে উন্নয়নে হয় আলোকিত
উন্নয়নের সব সূচকে বাংলা থাকে অবহেলিত।

সরকারি চাকরি, সামরিক পদে ওরা অগ্রগণ্য
আমরা কেবল নিম্ন পদে সংখ্যায় তুচ্ছ নগন্য।
বাংলায় ফলে সোনার ফসল কৃষকের শ্রমে ঘামে
আমাদের ফসল আমরা বাধ্য কিনতে চড়া দামে।
আমাদের রক্ত মাংস নিংড়ে যত টাকা হয় আয়
পাকি কুত্তার ক্ষুধা মিটাতে লাহোর করাচি যায়।

পশ্চিমে গড়ে বড় ইমারত, মিল কারখানা, রাস্তা
আমরা বাঁচি কোনো রকমে চির রুগ্ন ভগ্ন অবস্থা।
হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সম্মান
শোষকের দল করেনি পরোয়া করতে অপমান।
প্রথম আঘাত হানে জিন্নাহ মাতৃভাষার উপর
রাষ্ট্র ভাষা করে উর্দু প্রিয় বাংলার রচতে কবর।

ছাপ্পান্ন শতাংশের ভাষাকে ওরা করে অবহেলা
বাঙালির চেতনা রুদ্ধ করতে খেলে নিঠুর খেলা।
কারফিউ ডেকে টর্চার করে চায় চেতনা থামাতে
স্টেনগান, রাইফেল, গ্রেনেডে বিপ্লব চায় দমাতে।
মুজিবসহ ভাষা প্রেমীরা নিত্য করে কারাবরণ
শফিক, রফিক ভাষার প্রেমে মৃত্যু করে আলিঙ্গন।
বীর বাঙালির দাবির কাছে নত হয় অপশাসন
উর্দুর সাথে বাংলা পায় রাষ্ট্র ভাষার সম আসন।

আমরা বাঙালি সব অন্যায়ে প্রতিবাদে উঠি গর্জে
অধিকার আদায়ে চির বিপ্লবী নির্ভীক শৌর্য বীর্যে।
প্রমাণ পায় মুসলিম লীগ চুয়ান্নর নির্বাচনে
যুক্তফ্রন্টের কাছে হেরে ওরা যায় চির নির্বাসনে।
আটান্নতে আইয়ুব গড়ে সামরিক জান্তা সরকার
অত্যাচারে নাগরিক জীবন জ্বলে পুড়ে ছারখার।
বাষট্টির আন্দোলনে অনেক ছাত্র হয় গুলিবিদ্ধ
দমন করতে ছাত্র রাজনীতি করা হয় নিষিদ্ধ।

স্বৈরশাসন টিকাতে আজীবন আঁটে নানা ফন্দি
শক্ত হাতে করে দমন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
নির্যাতন, জুলুম সয়ে যিনি মুক্তির পথে অবিচল
বাঙালির চির মুক্তির দূত, দুঃসময়ের মনোবল।
নিপীড়িত বাঙালির সর্বকালের তিনি শ্রেষ্ঠ সন্তান
রক্ত কণায় অস্থি-মজ্জায় বাংলার প্রেম বহমান।

ছেষট্টিতে মুক্তির সনদ তিনি করেন উত্থাপন
ছয় দফার প্রতি শব্দে ওদের বুকে ধরে কাঁপন।
আটষট্টিতে মুজিব ঠেকাতে আগরতলা মামলা
পাকি কুটচাল রুখে দিতে জেগে উঠে বীর বাংলা।
প্রিয় নেতাকে বুকে জড়িয়ে ‘বঙ্গবন্ধু’ দেয় উপহার
তার নেতৃত্বে বাঙালি হয় স্বাধীকার লাভে সোচ্চার।

উনসত্তরের গণ অভ্যুত্থানে আইয়ুবের ঘটে পতন
ইয়াহিয়া নেয় রাজ ক্ষমতা জুলুম আগের মতন।
ন্যাশনাল এসেম্বলি, প্রাদেশিকে সত্তরের নির্বাচন
মুজিবের নেতৃত্বে আস্থা রাখে অধিকাংশ জনগণ।
আইন অনুযায়ী সরকার গড়বে মুজিবুর রহমান
ইয়াহিয়া, ভুট্টোর কূট ফন্দিতে সব স্বপ্ন খান খান।
সাত-ই মার্চে জনতার ঢল রেসকোর্স ময়দানে
সারা বিশ্ব কেঁপে কেঁপে উঠে জয় বাংলা স্লোগানে।

স্বাধীনতার বাঁশিওয়ালার আপোষহীন সে ডাকে
মুক্তিযুদ্ধের সুদীপ্ত চেতনা বাঙালি হৃদয়ে আঁকে।
পঁচিশে মার্চে ঝাপিয়ে পড়ে পশ্চিমা হায়েনার দল
বাঙালির চিহ্ন করে নিশ্চিহ্ন বাংলা করতে দখল।
পাক পিঞ্জরে ছটফট করে স্বাধীনতার প্রাণ পাখি
সেই পাখিটা মুক্ত করতে জান প্রাণ বাজি রাখি।
নয় মাস লড়ে আমরা পেয়েছি চির মুক্তির স্বাদ
প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বাধীনতা অগাধ।

লেখকঃ

মুহম্মদ জাইদুল ইসলাম।

আর পড়তে পারেন