ইলিয়টগঞ্জ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দি প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার(৮এপ্রিল) দুপুরে এশিয়া মৎস্য প্রকল্প নিয়ে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধন থেকে অলি উল্লাহ, মোবারক মাষ্টারসহ অংশগ্রহণকারীরা বিএনপির নেতাকর্মীদের নামে চাঁদাবাজির অভিযোগ তুলেন।
বুধবার(৯ এপ্রিল) বিকালে ইলিয়টগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা বাজারে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোঃ তৈয়ব আলী সরকার বলেন, একটি মহল আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে এশিয়া মৎস্য প্রকল্পের জমিতে পৃথক বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণীত ও ষড়যন্ত্রমূলক মানববন্ধন করেছেন। যার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও কাল্পনিক। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলি উল্লাহ অলি এশিয়া প্রজেক্টের পরিচালক থাকাকালীন সময় লুটেপুটে খেয়েছেন। এখন লুটপাট বন্ধ হবে জেনে আমাদের নামে এসব মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিজান সরকার বলেন, আ’লীগ ও কৃষক লীগের দোসররা বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। মৎস্য প্রকল্পের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। এটা কৃষকদের বিষয়।
আউটবাগ গ্রামের কৃষক রেনু সরকার বলেন, মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। প্রজেক্টটি দুটি ভাবে বিভক্ত করার প্রক্রিয়া হয়েছিল। বিএনপি’র কোন নেতাকর্মী প্রজেক্টকে কেন্দ্র করে কোন চাঁদা দাবি করেননি।
এদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী এশিয়া মৎস্য প্রকল্পটি পরিদর্শন করেন । এ সময় তিনি উভয় পক্ষের সাথে পৃথকভাবে কথা বলেন এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান। শীঘ্রই সম্মিলিতভাবে বসে এর সমাধান করা হবে।