এবার জমজ চরিত্রে মাহি
বিনোদন ডেস্ক: ইতিপূর্বে পরীমণি ও ববি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। মাহিও দ্বৈত চরিত্রে অভিনয় করবেন।
মাদকাসক্ত ঐশিকে নিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় শুরু হতে যাচ্ছে ‘তোর জন্য’। এতে অভিনয় করবেন মাহিয়া মাহি। মাহিকে ছবিটিতে প্রথমবারের মতো দেখা যাবে জমজ চরিত্রে।
কমল সরকারের লেখা গল্প এবং মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা সংলাপে নির্মাণ হবে ‘তোর জন্য’।
অন্যদিকে মাদকাসক্ত ঐশির জীবন কাহিনী নিয়ে কিছুদিন আগে নির্মাতা সায়মন তারিক পরীমণিকে নিয়ে শুরু করতে চেয়েছিলেন একটি ছবি।