কসবা রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৭
আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। টিকিট নিয়ে প্রতারনা করায় তাকে এ জরিমানা করা হয়।
জানা যায়, সোমবার তিনি নির্বাহী অফিসারের জন্য অফিস সহকারীর সাথে প্রতারনা করে সিলেট গামী ট্রেনের ৫টি টিকেট বিক্রি করেন। অথচ ওইদিন কোনো সিলেটগামী পাহাড়িকা ট্রেনই ছিলোনা। ফলে নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা মোতাবেক স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে।