বৃহস্পতিবার, ১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কারাগার থেকে ছাড়া পেয়ে আবারো অপরাধে সাজ্জাদ, অতঃপর সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন আবারো অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়লো। পরে সোমবার (৯ জুন) রাতে টমছম ব্রীজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানকালে সাজ্জাদের কাছ থেকে বিপজ্জনক বেশ কিছু ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি বড় দা, ১টি
বড় ছুরি, ১টি ছোট ছুরি, ১ টি গ্রিল কাটা কাঁচি, ৫টি সিজার।

গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালের ছেলে।

অভিযান শেষে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজ্জাদ কিছুদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে ছাড়া পেয়েছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ সেনাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

আর পড়তে পারেন