শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে ব্যাডমিন্টন প্রতিযোগীতায় পরিসংখ্যান চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২০
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রথম রানার্স-আপ হয়েছে ইংরেজি বিভাগ এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মোঃ শামিমুল ইসলামের সভাপতিত্বে ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আহমেদ ইউসুফের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘অনেক কিছুর চাহিদা রয়েছে। কিন্তু আমাদের রিসোর্স কম। প্রশাসন কে কাজ করার সুযোগ দিতে হবে।

আর পড়তে পারেন