কুমিল্লার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা

এহসান ফারুকীঃ
কুমিল্লা শহরের অন্যতম এলাকা টমছমব্রিজ। টমছমব্রিজ থেকে কোটবাড়ি যাওয়ার পথেই এই স্কুলটির অবস্থান। টমছমব্রিজের পরে গোবিন্দপুর এলাকায় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই এই স্কুল এর সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীদের পড়তে হয় নানা সমস্যায়।
শিক্ষার্থীরা জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে নজর দেয়া। আমাদের চলাচলে বেশ সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টির মৌসুমে আমাদের ভোগান্তির শেষ নেই। আশা করি অতি দ্রুত এর সমাধান দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।