কুমিল্লার দাউদকান্দিতে ৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
রবিবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে উপজেলার গৌরিপুর বাজারে এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইফতারি সামগ্রী জিলাপিতে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগে মেসার্স জল খাবার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ কেজি রং মিশ্রিত জিলাপি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও অন্যায্যভাবে জুতার দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স আরাম সুজকে-২ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যায্যভাবে কাপড়ের দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স মায়ের দোয়া গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুজ্জামান ও গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিবের নেতৃত্বে একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।