কুমিল্লার লাকসামে নারীর রহস্য জনক মৃত্যু

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে পূর্ব লাকসাম ইউনিয়নের যুগীপাড়া গ্রামে বুধবার (১৪ অক্টোবার) এক নারী মানসীক প্রতিবন্ধি মেয়েকে ঘরে রেখে রান্না ঘরে গিয়ে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবী।
জানা যায়, যুগীপাড়া গ্রামের রাজমিস্ত্রী লোকমানের স্ত্রী রেনু বেগম (৫৫) দুপুর আড়াইটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার বাসুরের ছেলে খলিল মিয়া। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেনু বেগমকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখেন সে মারা গেছে৷ স্বজনদের দাবী, দিনের বেলায় ঘরে রেনু বেগম ও তার প্রতিবন্ধি মেয়ে ছাড়া আর কেউ ছিলোনা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল মান্নান বলেন, লোক মুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ এসে সন্ধ্যা ৭টায় মরদেহ নিয়ে গেছেন এবং পরবর্তি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
লাকসাম থানার ভারপ্রাপাত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।ময়না তদন্তের জন্য কুমিল্লা পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।