মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাত, কোমর ব্যথাসহ অনেক রোগের উপশম হয় যার তাবিজে !

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০২০
news-image

আনোয়ার হোসাইনঃ

বাতের ব্যথা,কোমর ধরা,কোমর ব্যথা,ঘন ঘন প্রস্রাব হওয়াসহ আরো অনেক রোগের উপশম হয় তার বিক্রি করা তাবিজে এমন দাবী মোঃ শাহিনের।

ছায়ামনি,লজ্জাবতী,কামনালতা দিয়ে তৈরী তার তাবিজগুলো।

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় কথা হয় মোঃ শাহিনের সাথে। কেমন বিক্রি হয় এ প্রশ্নের জবাবে শাহিন জানায়, দৈনিক হাজার টাকারও বেশী বিক্রি। নরসিংদী বেলাবো উপজেলায় বাড়ি হলেও স্ত্রী, চার সন্তান নিয়ে থাকেন কুমিল্লা নগরীর দৌলতপুরে। তাবিজ ছাড়াও তিনি বিক্রি করেন বাতের রাবার,রুপার আংটি,গলার চেইন। ৩০ বছর ধরে বিক্রি করে আসছেন এসব। এযুগেও এসব কেউ কিনে? সে বলল,না কিনলে এতো বিক্রি হয় কিভাবে? আমাদের পুরনো ধ্যান ধারনা পুঁজি করে শাহীনরা ভালোই ব্যবসা করে যাচ্ছে।

 

আর পড়তে পারেন