কুমিল্লা ক্যাডেট কলেজ অডিটোরিয়াম হলে মঞ্চস্থ হল নাটক “হাছনজানের রাজা”
আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০১৯

স্টাফ রিপোর্টারঃ
শাকুর মজিদের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা ক্যাডেট কলেজ অডিটোরিয়াম হলে মঞ্চস্থ হয় নাটক “হাছনজানের রাজা”। নাটকটিতে অভিনয় করেন ‘প্রাঙ্গনেমোর নাট্যদল’।
নাটকটিতে “হাছন রাজার পিয়ারী” চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট অভিনেত্রী, কন্ঠশিল্পী ও নৃত্যশিল্পী মৌসুমী মৌ।