কুমিল্লা নগরীতে লকডাউন মানছে না মানুষ: ছড়িয়ে পড়তে পারে করোনা
স্টাফ রিপোর্টার:
করোনার কারণে কুমিল্লা নগরীতে লকডাউন চলছে । কিন্তু জেলা প্রশাসন , আইনশৃংখলা বাহিনী , বাংলাদেশ সেনাবাহিনী মানুষকে ঘরে রাখার জন্য চেষ্টা করলেও আদতে কাজ হচ্ছে না।
মানুষ বিভিন্ন উছিলায় বাইরে বের হচ্ছেই। নগরীর চকবাজার, রাজগন্জ, রাণীরবাজার, বাদশাহ মিয়ার বাজার এলাকায় জনসমাগম চলছে। এতে করে মহামারি করোনা ভাইরাস কুমিল্লাজুড়ে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
সোমবার দুপুরে রানীর বাজার এলাকার সরেজমিনে ঘুরে জনসমাগমের চিত্র দেখা যায়।