শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মো: শামছুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৯, ২০২৫
news-image

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লাসহ দেশের চারটি শিক্ষা বোর্ডে একযোগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে এতে স্বাক্ষর করেন, উপসচিব মাহবুব আলম।

পদায়ন পাওয়া নতুন চেয়ারম্যান হলেন, যশোর বোর্ডে অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম, কুমিল্লা বোর্ডে অধ্যাপক মো: শামছুল ইসলাম, সিলেট বোর্ডে অধ্যাপক মো: আনোয়ার হোসেন চৌধুরী এবং দিনাজপুর বোর্ডে অধ্যাপক মহা: তৌহিদুল ইসলাম। তাদেরকে প্রেষণে পদায়ন করা হয়েছে।

আর পড়তে পারেন