বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা -১০ আসনে চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা চলবে না : ইয়াছিন আরাফাত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২৪
news-image

সালাউদ্দিন সোহেল :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  শোকরানা  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে   শোকরানা   মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জননেতা মু.মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা-১০ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওঃ মু ইয়াছিন আরাফাত।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মু.আবদুল খালেক,গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খাইরুল ইসলাম,ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি মু.নাজমুল হাসান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মু. রুহুল আমিন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ ওমর ফারুক,কারা নির্যাতিত নেতা মাওঃ সাইফুল হক চৌধুরী, জামায়াত নেতা নজরুল ইসলাম, মু. মিজানুর রহমান, মাওঃ ইকবাল হোসেন,  অধ্যাপক মু শহিদুল ইসলাম মজুমদার , ইব্রাহীম ফয়সাল, ইকরাম, শিবির নেতা ইকবাল হোসেন বাবলু,  জোবায়ের, নাসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন- আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। পিলখানা হত্যাকান্ডে সেনাসদস্যদের হত্যা করে,৫ই মে শাপলা চত্বরে অসংখ্য আলেম হাফেজদের নির্মমভাবে হত্যা করে,দেশকে ইসলামি নেতৃত্ব শূন্য করতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যাকরে।

তিনি আরো বলেন শিক্ষার্থীদের গণহত্যা করে এবং জামায়াতে ইসলামীর মত আদর্শিক বৃহৎ একটি দলকে অবৈধ আওয়ামী সরকার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তুু সপ্তাহ খানেকের মাঝে এ দেশের মানুষ এবং পুরো বিশ্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

তিনি আরো বলেন যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে,আমরা তাদের ক্ষমা করে দিয়েছি।
তিনি হুশিয়ারি করে স্পষ্ট ভাষায় বলেন- এ কুমিল্লা -১০ আসনে চাঁদাবাজি চলবে না,ইভটিজিং, মাদক চলবে না। কেউ চাঁদা চাইলে আমাদেরকে জানাবেন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রশিবির সকল অন্যায়কে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

 

আর পড়তে পারেন