কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেবপুর জনকল্যাণ পরিষদ

সেলিম সজীবঃ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পিএসসি, জেএসসি, জেডিসি ও এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে।
গিয়াস উদ্দিন (সৈকত) দেবপুর জনকল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামটেক্স গ্রুপের চেয়ারম্যান মোবারক উল্লাহ্ মজুমদার।
মাও. মো. আহসানুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল আলিয়া মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. বশির উল্লাহ , মাস্টার আব্দুল মমিন তালুকদার, আবুল খায়ের চৌধুরী, মৌলভী সুলতান আহম্মেদ চৌধুরী অনুষ্ঠানের যুগ্ন সম্পাদক মুহাঃ শাফায়েত উল্লাহ সহ প্রমুখ।
এ বছর মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামে বিভিন্ন স্কুল থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে দেবপুর জনকল্যাণ পরিষদ ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেয়া হয়।