খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক;
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউপির দক্ষিণ সাহাবাজ গ্রামের পাড়ের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম হাজরা আক্তার ওরফে হাসি ও মিষ্টি আক্তার। তারা মামাতো ও ফুপাতো বোন। হাসি আক্তার দক্ষিণ সাহাবাজ গ্রামের হজরত আলী মেয়ে ও মিষ্টি আক্তার একই গ্রামের বিফল মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজরা ও মিষ্টি প্রতিদিনের মতো বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় তারা।
সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুবার রহমান বলেন, মিষ্টি আক্তারের মা-বাবা ঢাকায় থাকেন। এ কারণে মিষ্টি তার নানার বাড়িতে থাকত।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, সর্বানন্দ ইউপির চেয়ারম্যানের কাছ থেকে মোবাইল ফোনে বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।