চান্দিনায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের মাথা ফাটালো এসএসসি পরীক্ষার্থীরা
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় পরীক্ষার হলে গার্ড দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে মাথা ফাঁটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
এসএসসি’র গণিত পরীক্ষার পর মঙ্গলবার (৯ মে) দুপুরে চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
আহত শিক্ষক মো. আবু সাঈদ (৪৫) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
আহত শিক্ষক মো. আবু সাঈদ জানান, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শক এর দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিলো। আমি তাদের কোন প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেইনি। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগত সহ ৮-১০ জন আমার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। তারা এসময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদ এর মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাঁটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূইয়াকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সাথে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।