রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যায় পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকা বিতরণ করেছে জামায়াতে ইসলামী

এ উপলক্ষে রোববার (১৩ই অক্টোবর) চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ এয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মফিজুর রহমান, হাছান মজুমদার, মহসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যরা।

এদিকে জামায়াত কর্তৃক ১০ হাজার টাকা করে অনুদান পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারগুলো।

আর পড়তে পারেন