চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যায় পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকা বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে রোববার (১৩ই অক্টোবর) চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ এয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মফিজুর রহমান, হাছান মজুমদার, মহসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যরা।
এদিকে জামায়াত কর্তৃক ১০ হাজার টাকা করে অনুদান পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারগুলো।