সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (প্রকাশ নাম সোহেল) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিব গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা সদর দক্ষিণের বনফুল কোম্পানিতে চাকরি করেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি দীর্ঘ ৯ মাস ধরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে একটি ভাড়া বাসায় থাকছিলেন। মা নাইট শিফটে কাজ করায় শিশুটিকে প্রতিবেশীদের কাছে রেখে যেতেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা দেয়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে আলমগীরকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, শিশুটির মা অভিযোগকারী হয়ে যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে আলমগীর হোসেন পুলিশের হেফাজতে রয়েছে।

আর পড়তে পারেন