দাউদকান্দিতে মসজিদে মসজিদে ব্যারিস্টার নাঈম হাসানের জন্য দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য (কুমিল্লা উত্তর জেলা শাখা) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জননন্দিত আ.লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসানের জন্য শুক্রবার জুমা’র নামাযের পর মিলাদ-দোয়ার মাধ্যমে ধর্মপ্রিয় মুসল্লিদের উপস্থিতিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদে তার নেতা-কর্মীরা আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
গত সপ্তাহের ৯ই জুন উনার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। বতর্মানে তিনি আইসোলেশন কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
তার ব্যক্তিগত সহকারি আব্দুস সালাম জানান,” ব্যারিস্টার নাঈম হাসান করোনায় আক্রান্ত হয়ে বর্তামানে আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন।তিনি তার নির্বাচনি এলাকা দাউদকান্দি -মেঘনার আপামর জনতার কাছে দোয়া কামনা করেছেন।
আব্দুস সালাম আরো জানান,” উপজেলার বিভিন্ন মসজিদে ব্যারিস্টার নাঈম হাসান এর রোগ মুক্তির জন্য যাদের উদ্যোগে বিভিন্ন উপাসনালয়ে দোয়া করেছেন তাদেরসহ ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি তিনি(ব্যারিসটার নাঈম হাসান) কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার নাঈম হাসান ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসন থেকে সংসদ নির্বাচন করেছিলেন।