দাউদকান্দিতে সড়কে বাস উল্টে ৩০ জন আহত
আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৫, ২০১৯

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহি ঢাকাগামী হিমালয় বাস থেমে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় কমপক্ষে ৩০ জন বাস যাত্রী আহত হয়।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।