দেশি শিল্পীদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি
বিনোদন প্রতিবেদক: দেশে এখন যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের হিড়িক। দুই বাংলার নায়ক নায়িকাদের নিয়ে চলছে জোর টানাটানি। এমন সময় দেশিয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ তার আসন্ন ছবির সূত্র টেনে বললেন, ‘সুইটহার্ট- ছবিতে কোন বিদেশি শিল্পী নেই। এখানে দেশের অনেক সিনিয়র শিল্পী কাজ করেছেন। আর আমি মূলত দেশি শিল্পীদের সঙ্গেই কাজ করতেই পছন্দ করি।’ রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘সুইটহার্ট’ ছবির ‘মিউজিক সেলিব্রেশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চিত্রনায়ক রিয়াজ।
আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নির্মিত ‘সুইটহার্ট ছবিটি। এতে বাপ্পি-মিম ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। তাই ছবিটির ‘মিউজিক সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়েই এ নায়ক বলেন, ‘অনেক দিন পর এখানে দাঁড়িয়েছি। অনেক ভালো লাগছে। এ জন্য সুইটহার্টের পরিচালক ওয়াজেদ আলী সুমনকে ধন্যবাদ।’
নিজের অভিনয় সর্ম্পকে রিয়াজ বলেন, ‘আমি তেমন ভালো কাজ করতে পারি না। যতটুকু করি গায়ের জোরে আর আপনাদের ভালোবাসায়। আবার আপনাদের ভালোবাসার কারণেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি।’ সুইটহার্ট ছবি সর্ম্পকে তিনি আরো বলেন, ‘ছবিটি দেখার জন্য দর্শক হলে আসলে ঠকবে না। আশা করছি হলবিমুখ মানুষগুলো ছবিটি দেখবে। সবার প্রতি আমার অনুরোধ ভালোবাসা দিবসে, ভালোবাসার মানুষটিকে নিয়ে ছবিটি দেখুন।’
অন্যদিকে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ‘সুইটহার্টের জন্য রাত ১-২টা পর্যন্ত টানা শুটিং করেছি। কারণ অনেক দিন পর এ ধরণের ছবি করে ভালো লেগেছে।’ এদিকে ছবির নায়ক বাপ্পি বলেন, ‘সুইটহার্টে অনেক ভালো কাজ হয়েছে। বলতে পারেন এটা ‘সুপার পস’ ছবি হয়েছে। আর যেহেতু ছবি ভালো হয়েছে, সেহেতু এটা চলবে।’
পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ‘কেন রে তোর মাঝে’ গানটি খালি গলায় গেয়ে শোনান সংগীতশিল্পী ও সংগীতায়োজক আহমেদ হুমায়ূন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু, সংগীতশিল্পী শফিক তুহিন, টাইগার মিডিয়ার পরিচালক জাহিদ হাসান অভিসহ আরো কয়েকজন।
উল্লেখ্য, সুইটহার্ট ছবিতে রিয়াজ-মিম-বাপ্পি ছাড়া আরো অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপল। ছবিটির গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো. রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। ছবির গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, শফিক তুহিন ও আহমেদ হুমায়ূন।