নাঙ্গলকোটে এক শিশুকে হাত পা বেধেঁ গলায় দা ধরে বলৎকার
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে তাজের (১১) নামের এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে দড়ি দিয়ে হাত পা বেধেঁ গলায় দা ধরে জোর পূর্বক বলৎকার করেছে এক লম্পট। শিশুটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের চাতিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।এ ঘটনায় লম্পট আনা মিয়াকে গ্রেফতার করে সোমবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লম্পট আনা মিয়া উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের ছাতিয়াপাড়ার সোলতান আহাম্মদের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্র জানা যায়, মক্রবপুর ইউনিয়নের হাফাঁনিয়া গ্রামের ১১ বছরের শিশু তাজের ভোমরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা বন্ধ থাকায় মগুয়া বাজারের দক্ষিণে আল-বাশারাত মৎস প্রজেক্টের পাড়ে ঘুরতে যায়, সেখানে শিশুটিকে চকোলেটের লোভে ডেকে নিয়ে দড়ি দিয়ে হাত পা বেধেঁ গলায় দা ধরে জোর পূর্বক বলৎকার করে।