নিজের জন্মদিনে মেসির বাম পা চাইলেন রিয়াল তারকা

স্পোর্টস ডেস্কঃ
আর্জেন্টাইন তারকার বাম পায়ের কারিকুরির অধীকারী হতে চান বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। গতকাল নিজের ৩০তম জন্মদিনে এমন মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার।
বার্সা জাদুকরের ক্যারিয়ারের বেশিরভাগ গোলই এসেছে বাঁ পায়ে। এক পায়ে পুরো বিশ্বকে শাসন করছেন। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়েছেন। মেসির বাঁ পায়ের দিকে তাই সবার নজর।
এর আগে একবার ক্রিস্টিয়ানো রোনালদোও বলেছিলেন, মেসির বাম পায়ের অধিকারী হতে পারলে মন্দ হতো না!
এবার একই মন্তব্য করেছেন হ্যাজার্ডও। তাকে জিজ্ঞেস করা হয়, লিওনেল মেসির কাছ থেকে যদি কিছু নিতে চান তাহলে কি চাইবেন?
জবাবে হ্যাজার্ড বলেন, তার বাম পা।
একই প্রশ্ন করা হয় রোনালদো এবং জিদানের বিষয়েও। জবাবে তিনি বলেন, রোনালদোর কাছ থেকে আমি চাই তার জেতার তীব্র আকাঙ্খা আর গোলের ইচ্ছা।
ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদানের কাছ থেকে তিনি চান তার ‘ক্লাস’ শিখে নিতে।
৩০টি র্যাপিড ফায়ার রাউন্ডে তাকে প্রশ্ন করা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর নিয়ে। এ বিষয়ে সাবেক চেলসি তারকা বেশ ব্যাখ্যামূলক উত্তর দিয়েছেন।
তিনি বলেন, ভিএআর ফুটবল থেকে অনেক আবেগ দূরে সরিয়ে দিয়েছে। আমরা গোল করে অপেক্ষা করি, কি হতে যাচ্ছে! অথচ আগে আমরা গোল করে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে পারতাম। ভিএআরের মাধ্যমে অনেক ভুল শোধরানো যাচ্ছে এটি ঠিক তবে সবসময় এটি ঠিক না। মাঝেমাঝে ভুলটাও সুন্দর।