নিমসার কলেজে জাতীয় ৪ নেতা হত্যার বিচারের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার (মোকাম) ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ৪ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ শাহ আলম এবং ছাত্রলীগ নেতা শাহ আলমের পরিচালনায় শোকসভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন ছাত্রলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সিফাত, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহিদ হাসান, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবীণ ছাত্রলীগ নেতা নাহিদ হাসান এবং নিমসার জুনাব আলি কলেজের সাবেক ছাত্রনেতা ফয়েজ আহমেদ।
উক্ত আলোচনায় তাদের দাবি, জাতীয় চার নেতার বিচার অতি দ্রুত আইনের আওতায় আনা এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।