শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিতার বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের অভিযোগ থাকায় ছেলেকে স্কুল থেকে ছাড়পত্র

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৬

news২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সঙ্গে বাবা সম্পৃক্ত থাকার অপরাধে ছেলেকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কুষ্টিয়ার মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আকাশ কুমার বিশ্বাসকে ৪ ফেব্রুয়ারি ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। আকাশের বাবা ২৪ বিজিবির সিপাহী (৫৯৪০৬) বাবু কুমার বিশ্বাস বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অপরাধে আগেই চাকরিচ্যুত হন। এ ঘটনায় তার ছেলেকে কোনও কারণ ছাড়াই ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, ‘বিজিবি মহাপরিচালকের নির্দেশে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত সদস্যদের সন্তানদের বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। নির্দেশ মোতাবেক আমরা ওই ছাত্রকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছি।’

সূএ: বাংলা ট্রিবিউন

আর পড়তে পারেন