সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ করেন কুমিল্লা পলিটেকনিক ছাত্রশিবির

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২৫
news-image

ফয়সাল ইকবাল, কুমিল্লা পলিটেকনিক:

পবিত্র মাহে রমজান এর উপলক্ষে প্রোডাক্টিভ রামাদান ও কোরআন বিতরণ এর আয়োজন করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবির শাখা। শনিবার (১৫ মার্চ) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুম এ আয়োজন করা হয়।

শিবির সভাপতি মো রুহল আমিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: লুৎফর রহমান, কুবি শাখার শিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমির শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা পলিটেকনিকের সমন্বয়ক মো: আল আমিন, পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মো ইমন হোসেন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো লুৎফর রহমান বলেন, শুধু মাত্র রমজান মাসেই নয় নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে। আমরা কোরআন অধ্যায়ন করলে যে ফজিলত পাবো সেই ফজিলত সবার জন্য। কোরআন অধ্যায়ন করলে ১০টি ফজিলত পাওয়া যায়। আল্লাহ তায়ালা কোরআন অধ্যায়ন কারীকে মর্যাদা বহু গুনে বৃদ্ধি করে দেয়। যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। প্রতিটি হরফ তেলোয়াত করলে দশটি করে নেকি পাওয়া যাবে। আমাদের এই সমাজে এবং পলিটেকনিক এ যে ছাত্র আছে আমরা সবাই যেনো আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো পালন করতে পারি।

শাহাদাৎ হোসেন বলেন, এই কুরআনের একটি আয়াত একজন ছাত্র তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যৌবনকাল ব্যবহার করতে হবে আল্লাহর জন্য, রাসুলের আদর্শে, কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহর রাসুলের সুন্নত পালনের মাধ্য দিয়ে। তোমরা আল্লাহর রঙে রঙিন হও কারণ আল্লাহর রঙের চাইতে সুন্দর রঙ আর কোথাও নেই।

হাফেজ ইউসুফ ইসলাহী কুরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি বলেন সাধারন ছাত্রদের উদ্দেশ্যে বলেন “আপনারা শিবির করতে হবেনা, আজকের এই কোরআন থেকে দৈনিক কমপক্ষে ১০টি আয়াত অর্থ সহ বুঝে পড়েন” তিনি উদাহরন দিয়ে আরো বলেন যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত সবকিছুর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন তাই আপনারা কোরআন পড়লে আল্লাহ আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন।

পর্যায়ক্রমে কোরআন বিতরণ, দোয়া-মোনাজাত, এবং ইফতার গ্রহনের মাধ্যমে সমাপ্তি ঘটে।

আর পড়তে পারেন