বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাহার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
আদেশ অনুযায়ী, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ছাড়াও তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা এবং ছেলে আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে বিচারক এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদকের তদন্ত চলমান।
আবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে দুদক জানতে পেরেছে যে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করছেন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করছেন। তারা দেশ ছাড়লে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। তবে গুঞ্জন রয়েছে যে অভিযুক্তদের কেউ কেউ ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন।