শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিছানায় সঙ্গীকে যে ৫টি মিথ্যা বলে মেয়েরা,যেনে নিন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৬

mitta
সঙ্গীর থেকে কথা লুকিয়ে যাওয়া আর তাঁকে মিথ্যা কথা বলা, এক জিনিস নয়। কিন্তু একাধিক সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, নানা কারণে সঙ্গীদের মিথ্যা বলেন মেয়েরা। কী সেই সব মিথ্যা?

মিথ্যা বলে লাভ কী?

‘‘সেই প্রথম দিনের মতো আজও ভীষণ এক্সাইটিং আমাদের সেক্স’’
চিকিৎসকরা বলছেন, দিনে দিনে ভালবাসা বাড়তে পারে, কিন্তু সেক্স এক্সাইটিং কী করে হবে? কেননা, শরীর দুটো যে একই, সেটা অবচেতনে কাজ করতেই থাকে। ফলে, একইরকম ‘এক্সাইটিং’ হতে পারে না। আর প্রথম দিনের মতো? নৈব নৈব চ।

‘‘এত বেশি সেক্স ভাল লাগে না’’
বেশি? কোথায়? বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিতরা গড়ে সপ্তাহে একবার সেক্স করেন। তাহলে ‘‘এত বেশি’’ আসছে কোথা থেকে?

‘‘আমাদের সেক্স নিয়ে কারও সঙ্গে আলোচনা করি না’’
অথচ সমীক্ষা উল্টো কথাই বলছে। বহু মহিলাই তাঁদের ঘনিষ্ঠ বান্ধবীদের সঙ্গে যৌনজীবন নিয়ে আলোচনা করেন। তা নিয়ে হাসি-ঠাট্টাও চলে দেদার।

‘‘জীবনে কখনও পর্ন দেখিনি’’
আর একটি নির্যস মিথ্যা। বহু মহিলাই অল্পবয়সে বন্ধুবান্ধবদের পাল্লায় পর্ন দেখেন। কিন্তু সেক্স-এর আগেপরে পর্ন দেখা নিয়ে এই মিথ্যাটিও বলেন।

‘‘আর কাউকে শরীরী কল্পনায় আনিনি’’
চিকিৎসকরা বলছেন, এটা হতে পারে না। কেননা, বয়ঃসন্ধির সময়ে, তারুণ্যে বা যৌবনে চেতনে-অবচেতনে সেক্স আসা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।

 

♣ আলোচিত সব খবর♣

♣এই কাজগুলো করলে মেয়েরা অাপনার পিছু ছাড়বে না!

♣মেয়েদের কুমারীত্ব পরীক্ষার ৩ টি পদ্ধতি চুপিচুপি জেনে নিন

♣প্রথম মিলনে রক্তক্ষরন ও কিছু ভুল ধারনা

♣যে কারণে কিছু ছেলেরা কথা বলার সময় মেয়েদের বুকের দিকে তাকায়

♣আজীবন যৌবন ধরে রাখে ও নতুন চুল গজায় যে বিনা পয়সার খাবারটি খেলে

♣‘M’ চিহ্ন হাতে থাকলে আপনিও হয়ে যাবেন ভাগ্যবান!

♣সানি লিওনের মৃত্যু মানতে পারছেন না তার ভাই!

♣নারীরা পুরুষের কোন অঙ্গের প্রতি আকৃষ্ট!

♣পুরুষের মুখে যে ৭ টি কথা শুনলেই পাগল হয়ে যান মেয়েরা! এমনকি…

♣‘আঙ্কেল, তুমি আমাকে (….) করলে না’?

♣সাবধান : শীতে জিভ দিয়ে ঠোঁট ভেজানো নয়

♣নাক ডাকা চিরতরে দূর করবে ২টি জাদুকরী পানীয়

♣ঘুমিয়েছেন মেয়ে হয়ে, ঘুম থেকে সকালে উঠেই হয়ে গেলেন ছেলে!

♣বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০ প্রাণী (ছবিতে দেখুন ও জানুন)

♣মধ্য বয়সী মহিলাদের প্রতি কেন ছেলেরা একটু বেশি আকৃষ্ট হয়

♣দীর্ঘ সময় সহবাসের তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি (শধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য)

আর পড়তে পারেন