বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বিল্লাল চেয়ারম্যানের অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সাড়ে ৭ লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার ভরাসার বাজারের সাবেক চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ও অফিসে হামলার ঘটনা ঘটে।

ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে আমার এক আত্মীয়ের সাথে আমার মত বিরোধ চলছে। গতকাল (বুধবার) রাতে ওই আত্মীয়ের পক্ষ নিয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল আমার শহরের বাসায় সন্ত্রাসী পাঠিয়ে আমাকে হুমকি দিয়ে যায়। আজ বিকেলে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাংচুর করেছে সিরাজুল চেয়ারম্যান। আমার ক্যাশ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা লুট করে নিয়েছে ব্যবসায়িরা।

এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধিদের বিচার চেয়ে সন্ধ্যায় ভরাসার বাজারের ব্যবসায়িরা বিক্ষোভ মিছিল করেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হামলার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

আর পড়তে পারেন