শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৭

ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১০ শ্রেণির এক ছাত্রী।
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া উত্তরপাড়া গ্রামের প্রবাসী মনিরুজ্জামান (নবী আলম) এর মেয়ের সাথে একই ইউনিয়নের চান্দলা হুরারপাড় গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ মামুন মিয়ার সাথে তার চাচা ইদ্রিছ মিয়া বিবাহ ঠিক করে। ৯ এপ্রিল রবিবার বিবাহের সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়। এই বিবাহের বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ ফরহাদ হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি আলী হোসেনকে ঘটনাস্থলে পাঠায়। তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং বিবাহের সকল প্রকার কার্যক্রম স্থগিত করে দেয়। এ সময় মাদ্রাসা ছাত্রীর চাচা মোঃ ইদ্রিছ মিয়া ও তার অভিভাবকরা তাদের মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নামা প্রদান করেন প্রশাসনের নিকট।

আর পড়তে পারেন