সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মিড এসাইনমেন্ট না নিয়েই সেমিস্টার নিয়েছিলেন প্রশ্নফাঁসে অভিযুক্ত সেই কুবি শিক্ষক!

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০২৫
news-image

 

কুবি প্রতিনিধি:

চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী শর্ত পূরণ না করেই নিয়মবহির্ভূত উপায়ে সেমিস্টার পরীক্ষা নিয়েছেন নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহ কাণ্ডে অভিযুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, পছন্দের শিক্ষার্থীদেরকে বাড়তি সুবিধা দিতেই ইনকোর্স ছাড়াই কোর্স কার্যক্রম শেষ করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি কোর্সের ১০০ নম্বরের মধ্যে ৪০ শতাংশই চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী মিডটার্ম, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও উপস্থিতি হারের ওপর মূল্যায়ন করা হয়। এরমধ্যে ন্যূনতম দুইটি মিড পরীক্ষা নেয়ার কথা রয়েছে। আর এই ৪০ শতাংশ ক্রমাগত মূল্যায়ন ও চূড়ান্ত পরীক্ষার মাঝখানে অন্তত ১৪ দিনের ব্যবধান থাকতে হয়। ওই ১৪ দিন আগেই ইনকোর্সের ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা ও বিভাগের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করেই চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন কাজী আনিছ।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুটি কোর্স পড়াতেন কাজী এম আনিছুল ইসলাম। এর মধ্যে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি-এমসিজে ৩০৬ কোর্সের দুইটি মিডের মধ্যে একটি মিড নেওয়া হয়। নিয়মানুযায়ী অন্তত দু’টি মিড, একটি করে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন নেয়ার কথা থাকলেও কাজী আনিছ শুধুমাত্র ১০ নম্বরের একটি মিডটার্ম ও ৫ নম্বরের উপস্থিতি হারের ফলাফল দিয়েই ওই কোর্সের চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন। বাকি ২৫ নম্বরের কোর্স কার্যক্রম এখনো শেষ হয়নি। এছাড়াও অন্যান্য ব্যাচেও বিভিন্ন কোর্সে ইনকোর্সের ফলাফল না দিয়েই সেমিস্টার পরীক্ষা নেওয়ায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি স্বীকার করে কাজী এম আনিছুল ইসলাম বলেন, তাদের ইনকোর্সের ৪০ নাম্বারের মধ্যে ২৫ নাম্বারের পরীক্ষা নেওয়া হয়নি এটা সত্য। যেহেতু এটা রিসার্চের ইস্যু, তাদের রিসার্চ করতে হয়। একটা রিসার্চের ডাটা কালেকশনের পূর্ব পর্যন্ত যে কাজগুলো করতে হয়, তা তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তারা দিতে পারেনি। পরে শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এমনটা করা হয় হয়েছিল।

ইনকোর্সের ৪০ মার্কস জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা জমা দেওয়া হয়নি।
নিয়মানুযায়ী চূড়ান্ত পরীক্ষা রূটিন ঘোষণার আগে পরীক্ষা পূর্ববর্তী ইনকোর্সসহ সব কার্যক্রম বুঝে নেয়ার কথা রয়েছে পরীক্ষা কমিটির। তবে শিক্ষক সংকটে অতিরিক্ত কাজের চাপে বিষয়টি দৃষ্টিগোচর হয়নি বলে দাবি করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি জাকিয়া জাহান মুক্তা। তিনি বলেন, তখন আমরা এই আইন জানতাম না, কিন্তু এবার থেকে স্ট্রিক্টলি ফলো করা হবে। এছাড়াও আমাদের বিভাগে চরম শিক্ষক সংকটের কারণে ওয়ার্ক লোড অনেক বেশি ছিল। ওই নির্দিষ্ট কোর্সের বিফোর ফাইনালের রেজাল্ট সাম হাউ আমার দৃষ্টিগোচর হয়নি। অবশ্যই আমি এটার দায় এড়াতে পারি না। তবে পরীক্ষা নিয়ন্ত্রক সেমিস্টার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ করে, যদি পূর্বশর্ত ফিলআপ না হয় তাহলে তিনি চাইলে পরীক্ষা স্থগিত করে দিতে পারেন। এখানে দায় শুধু আমার না। পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরও আছে।

চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী ইনকোর্স জমা না নিয়েই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে কীভাবে রুটিন প্রকাশ করা হয়েছে—বিষয়টি জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নুরুল করীম চৌধুরী বলেন, ‘‌বিষয়টি আমার দেখতে হবে।’

এদিকে শিক্ষার্থীরা বলছেন, চূড়ান্ত পরীক্ষার ফলাফল বিবেচনা করে ইনকোর্সের ফলাফলে কারসাজি করে পছন্দের শিক্ষার্থীদেরকে বাড়তি সুবিধা দিতেই অনিয়মের আশ্রয় নিয়েছেন কাজী আনিছ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাচের এক শিক্ষার্থী বলেন, তিনি চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র যাচাই করতে স্বজনপ্রীতি করেন। পছন্দের কোনো শিক্ষার্থী উত্তরপত্রে কোনোকিছু কম লিখলে তাকে ফোন দিয়েও সে বিষয়ে জানতে চান। উত্তর নয়, পছন্দ-অপছন্দের ভিত্তিতেই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেন তিনি। অনুগত শিক্ষার্থীদের তিনি সবসময়ই বাড়তি সুবিধা দেন।

এ বিষয়ে কাজী আনিছ বলেন, আমার কোর্সে অনেকেই ভালো মার্কস পায়, তাদের প্রত্যেকের প্রতি আমার পছন্দের বা অপছন্দের কিছু নেই। এটা নিয়ে কেউ যদি অভিযোগ করে সেটা দুঃখজনক।

প্রসঙ্গত, গত বুধবার (১২ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ আসে একটি উড়ো মেইলের মাধ্যমে। ওই মেইলে অভিযোগের যথেষ্ট তথ্যপ্রমাণাদিও যুক্ত করা হয়। এ ঘটনায় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয় এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষককে তদন্তচলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপরও অভিযোগের প্রমাণাদি নষ্ট করা হচ্ছে অভিযোগ উঠে কাজী আনিছের বিরুদ্ধে। সেজন্য পরীক্ষার পূর্বেই তদন্তের অগ্রগতি নিয়ে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের দাবিসহ ৫টি দাবি জানান শিক্ষার্থীরা। এরপর বিভাগে কাজী আনিছের কক্ষটি সিলগালা করে রেজিস্ট্রার দপ্তর।

আর পড়তে পারেন